অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানকে আনুষ্ঠানিক ভাবে সতর্ক করে দিয়েছেন ডনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপের জন্য ইরানকে আনুষ্ঠানিক ভাবে সতর্ক করে দিয়েছেন।

উপর্যুপরি টুইট বার্তার মধ্য দিয়ে তাঁর এই বক্তব্যটি আসে, যেখানে তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র এবং আরও পাঁচটি শক্তিধর রাষ্ট্রের মধ্যকার চুক্তির সমালোচনা তিনি অব্যাহত রাখেন।

ট্রাম্প বলেন, ঐ চুক্তির জন্য ইরানের কৃতজ্ঞ থাকা উচিৎ এবং সেই কোটি কোটি ডলারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগে, ইরান পথে বসতে চলেছিল।

গতকাল বুধবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপের নিন্দে জানিয়ে বলেন, এটা হচ্ছে এ ধরণের সর্বসাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে একটি যার মাধ্যমে ইরান, যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের গত ছয় মাস ধরে হুমকী দিয়ে চলেছে। তিনি বলেন, তেহরানের নেতারা এই দুঃসাহস দেখিয়েছে কারণ পরমাণু চুক্তিটি খুবই দূর্বল এবং অকার্যকর।

XS
SM
MD
LG