অ্যাকসেসিবিলিটি লিংক

কারাগার বন্দি বিনিময়ে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র এখনো নীরব


ইরান রবিবার জানায়,যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাড়া এখনো তারা পান নিI ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়েল বলেন,ইরান কোনো শর্ত ছাড়া সকল বন্দিদের মুক্তির ব্যাপারে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তবে আমেরিকার তরফ থেকে কোনো সাড়াএখনো মেলেনিI

বন্দি বিনিময়ের আগ্রহ বেড়েছে করোনা সঙ্কট ও মৃত্যুর ঝুঁকির কারণেI ইরান যেমনি মধ্যপ্রাচ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত দেশ, যুক্তরাষ্ট্র তেমনি সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে সবচাইতে এগিয়েI

ইরানে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে এবং মার্চ মাসে কারাগারে ছড়িয়ে পড়লে,বন্দি আমেরিকানদের স্বাস্থ্যের কথা ভেবে ইরান, জরুরি ভিত্তিতে বন্দি বিনিময়ে রাজী হয়I

XS
SM
MD
LG