অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘ ভাষণে পশ্চিমি শক্তির তীব্র সমালোচনা করেছেন।


সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন মাহমুদ আহমেদিনিজাদ
সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন মাহমুদ আহমেদিনিজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনিজাদ বৃহষ্পতিবার জাতিসংঘের সাধারন পরিষদে দেওয়া তার ভাষণে যুক্তরাস্ট্র , ইসরাইল এবং পশ্চিমি বিশ্বের তীব্র সমালোচনা করেছেন । তাদেরকে যুদ্ধে উুস্কানি দেয়া , বিশ্ব ব্যাপী সংহতি নষ্ট করা এবং তার কথায় সর্বত্ববাদ ছড়ানোর অভিযোগ আনেন।

তিনি পশ্চিমি শক্তির তীব্র সমালোচনা করে বলেন তারা কোন রকমের প্রশ্ন বা সমালোচনা সহ্য করতে পারে না এবং তাদের অনেক বিষয় লংঘনের পক্ষে কোন যুক্তি না দিয়ে, তারা নিজেরা দাবিদার হয়ে দাড়ায়। তিনি পশ্চিমের সাম্রাজ্যবাদী মিডিয়া নেটওয়ার্কের ও সমালোচনা করেন।

মি আহমেদিনিজাদ বিশ্বব্যাপী মন্দা এবং সামাজিক অসাম্যের জন্যে তার কথায় পশ্চিমের বিশ্বের উদ্ধত আচরণকে দায়ি করেন।

তার ভাষণের সময়ে যুক্তরাষ্ট্র , ফ্রান্স এবং আরও বহু দেশের প্রতিনিধিরা ঐ অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন।

অতীতের মতো এবারও মি আহমেদিনিজাদ পশ্চিমি বিশ্বের অক্ষের বাইরে জাতিসংঘের সংস্কারের কথা বলেন। তিনি বলেন যে যুক্তরাস্ট্রের বিরুদ্ধে ৯/১১ এর সন্ত্রাসী হামলাকে পশ্চিমি শক্তি অজুহাত হিসেবে খাড়া করে ইরাক ও আফগানিস্তানে আক্রমণ চালিয়েছে।

XS
SM
MD
LG