ইরাকী সেনা বাহিনীর সুরক্ষায় ফালুজা থেকে হাজার হাজার উদ্বাস্তু একটি নিরাপদ করিডোর দিয়ে বের হয়ে এসেছে। ঐ শহরটি ইসলামিক স্টেটের কাছ থেকে পুনরুদ্ধারের জন্য তিন সপ্তাহ ধরে যুদ্ধ চলছে।
ইরাক বিষয়ক জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিজ গ্র্যান্ডের মতে, তিন হাজার তিনশো মানুষ সোমবার শহরটি থেকে বের হয়ে আসে। এবং তারা, সপ্তাহের শেষ ভাগে সেখান থেকে পালিয়ে আসা অন্য চার হাজার মানুষের সঙ্গে যোগ দিয়েছে।
আশা করা হচ্ছে, সামনের কিছুদিনের মধ্যে আরো কয়েক হাজার মানুষ শহরটি থেকে একই ভাবে বের হয়ে আসবেন।