অ্যাকসেসিবিলিটি লিংক

বাসিন্দারা বলেছে চরমপন্থীরা উত্তরাঞ্চলের তাল আফার শহর দখল করেছে


This image apparently shows captured Iraqi soldiers, in plain clothes, guarded by Islamic State of Iraq and the Levant (ISIL) militants. The image first appeared on a militant website June 14, 2014.
This image apparently shows captured Iraqi soldiers, in plain clothes, guarded by Islamic State of Iraq and the Levant (ISIL) militants. The image first appeared on a militant website June 14, 2014.
স্থানীয় ইরাকী কর্মকর্তারা এবং বাসিন্দারা বলেছে সুন্নি চরমপন্থীরা উত্তরাঞ্চলের তাল আফার শহর এখন নিয়ন্ত্রন করছে। ইরাকের লড়াইয়ের তীব্র সমালোচনা করছে আন্তর্জাতিক মহল এবং ইরাকে ঐক্যের আহ্বান জানাচ্ছে তারা।

এক সপ্তাহ ধরে Islamic State in Iraq and the Levant (ISIL) মসুল ও তিকরিত দখল করে এবং সোমবার তাল আফার দখল করলো। তারা বাগদাদে অগ্রসর হওয়ার হুমকী দিয়েছে।

বাগদাদে যুরাষ্ট্রের দূতাবাসে, আমেরিকান সরকার প্রায় ১০০ সেনা ও মেরিন মোতায়েন করছে নিরাপত্তা জোরদার করার জন্য। দূতাবাসের কিছু কর্মী যাদের প্রয়োজন নেই তাদেরকে বাসরাহ, ইরবিল এবং জর্ডানের আম্মানে স্থানান্তরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী একটি রণতরী পারস্য উপসাগরে পাঠানো হয়েছে।
XS
SM
MD
LG