ইরাকী বিমান বাহিনী, মসুলে হাজার হাজার লিফলেট ফেলেছে এবং সেখানকার বাসিন্দাদের হুশিয়ার করে দিয়েছে যে ওই শহরকে ইসলামিক স্টেট সন্ত্রাসী গ্রুপের কাছ থেকে মুক্ত করার জন্য শীঘ্রই অভিযান চালানো হবে।
শনিবার রাতে ওই লিফলেট ফেলা হয়। এর আগে কয়েক ঘন্টা ধরে ইরাকী ও কুর্দী বাহিনী ওই শহরে গোলা বর্ষণ করে। দেশের দ্বিতীয় সর্ব বৃহৎ শহরে পূর্ণ উদ্দমে অভিযান শুরু হয়েছে কিনা সে বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল।
কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মাসুদ বার্জানি অনলাইনে এক বিবৃতিতে অভিযান শুরু করার কথা ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয় মসুল মুক্ত করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মসুল অভিযান শুরু করার পথ প্রসস্ত হয়েছে।
এর পর এক টুইট বার্তায় তিনি বলেন মসুল মুক্ত করার সময় হয়েছে।
এর পরপরই প্রেসিডেন্ট ওবামা’র বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক, জবাবে বলেন অভিযান শুরু হয়নি এবং তা শুরু হবে যখন প্রধানমন্ত্রী আবাদী তা ঘোষণা করবেন।