অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী কুর্দীরা স্বাধীনতা সংক্রান্ত গণভোটে ভোট দিয়েছেন


ইরাকী কুর্দীরা আজ স্বাধীনতা সংক্রান্ত গণভোটে ভোট দিয়েছেন। অনুমান করা হচ্ছে যে ব্যাপক ভাবে গণভোট অনুমোদিত হবে। ইরাক সরকার, প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্র গণভোটের বিরোধীতা করছে। ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহন বন্ধ হয়েছে। বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে গেছে বলে জানা গেছে। ভোটদাতাদের অনেকেই কুর্দী ঐতিহ্যধারার পোশাক পরে ভোট দিতে গেছেন। অনেকের হাতেই ছিল কুর্দী পতাকা। শান্তিপূর্নভাবেই ভোট গ্রহন হয়েছে।

এর আগে, ইরাকের উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসউদ বারজানি, ৫০ লক্ষ ভোটারকে শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। ইরাকের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে আজ সোমবার, সেখানে গণভোট অনুষ্ঠিত হয়।

রাজধানী ইরবিলে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে স্বাধীন হলে আমাদের বিগত দিনের মর্মান্তিক ঘটনাগুলোর পুনারাবৃত্তি হবে না"।

মঙ্গলবার আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে। হ্যা সূচক ভোট হলে স্বাধীনতা ঘোষণার সূচনা হবে না বরং বিভাজন আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে তা বিবেচনা করা হবে।

XS
SM
MD
LG