অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে বিস্ফরণে ১৫ জন নিহত


ইরাকে পর পর ক’টি বোমা বিস্ফোরন এবং গুলি বর্ষনের ঘটনায় কমপক্ষে ১৫ ব্যক্তি প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা বলেন, শনিবার ইদুল আযহার দ্বিতীয় দিনের সেসব সহিংস ঘটনার অধিকাংশই শিয়া মুসুল্লী।

বাগদাদের দক্ষিণে একটি মসজিদ গামী মাইক্রোবাসে বোমা বিস্ফোরিত হ’লে কম পক্ষে পাঁচ জন শিয়া মুসুল্লী মারা যান। তদন্তকারীরা জানান, রাজধানীতে জনপ্রিয় এক খোলা বাজারে আরেকটি বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন প্রাণ হারায়। এদের মধ্যে কয়েকটি শিশুও ছিলো। ইরাকের অন্যান্য স্থানে বেশ ক’টি আক্রমনে কম পক্ষে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে।

এসব আক্রমনের দায়িত্ব তাতক্ষনিকভাবে কেউ স্বীকার না করলেও ইতোপুর্বে সুন্নী জঙ্গী এবং আল কায়েদার সদস্যরা গোষ্ঠীগত সংঘাত উস্কে দেওয়ার লক্ষ্যে শিয়া সম্প্রদায়কে তাদের আক্রমনের লক্ষ্যবস্তু করেছিলো।

ইরাকে ২০০৬ এবং ২০০৭ সালের পর সহিংসতা অনেক স্তিমিত হয়েছে। তবে সেপ্টেম্বর মাসে সারা দেশে বিভিন্ন সহিংস ঘটনায় ৩৬৫ জনের মৃত্যু ঘটে।
XS
SM
MD
LG