ইরাকি কমান্ডাররা জানিয়েছেন, ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি মসলের পূর্ব দিকের প্রতিরক্ষা সীমানা ভেঙ্গে জোট বাহিনী সোমবার বিকালে শহরটিতে প্রবেশ করেছে।
শিয়া মিলিশিয়া এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় ইরাকি ও কুর্দি বাহিনীর জোট, মসল পুন:দখলে সামরিক অভিযান শুরু করার দুই সপ্তাহ পর এই বড় ধরনের সাফল্য অর্জিত হলো। ২০০৩ সালের পর ইরাকে এটাই ছিল সবচেয়ে বড় সামরিক অভিযান।
ইরাকি টেলিভিশন জানিয়েছে, স্থানীয় জনগন আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এক সময়ে প্রায় সাত লাখ মানুষ ঐ শহরটিতে বসবাস করতো।