অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের সামরিক বাহিনীকে ইরাকি অঞ্চল থেকে অবিলম্বে সরে যেতে হবে: ইরাকি প্রধানমন্ত্রী


ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আবারও বলেছেন যে, তুরস্কের সামরিক বাহিনীকে ইরাকি অঞ্চল থেকে অবিলম্বে সরে যেতে হবে।

ইরাকি টেলিভিশন সুত্রে জানা গেছে, বুধবার তুরস্কের প্রধানমন্ত্রী আহমাত দাভুতোগলুকে, আবাদি ফোন করে জানতে চান ইরাকি সীমান্ত পেরিয়ে আরও অভ্যন্তরে তুরস্ক কেন তার সামরিক প্রশিক্ষকদের পাঠাচ্ছে, যেখানে সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্তে ইসলামিক স্টেট যোদ্ধারা উপস্থিত রয়েছে।

আবাদী অভিযোগ করেন যে, তুরস্ক উত্তর ইরাক থেকে তার সৈন্য প্রত্যাহার করার প্রতিশ্রুতির প্রতি সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হচ্ছে। তিনি ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেন। তবে তুরস্কের প্রধানমন্ত্রী এই হুমকি নাকচ করে দিয়ে বলেন, ইরাকি বাহিনীর উচিৎ হবে আই এস'র দিকে নজর রাখা।

XS
SM
MD
LG