বাগদাদে রবিবার ভয়াবহ আক্রমণের পর সৃষ্টি হওয়া রাজনৈতিক বিপর্যয়ে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ গাব্বান পদত্যাগ করেছেন।
ইরাকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত বিবেচনা কালীন সময়ে, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব ডেপুটির কাছে হস্তান্তর করেছেন। আত্মঘাতী ট্রাক বোমা হামলায় কমপক্ষে ১৭৫ জন নিহত হবার পর, তার বিরুদ্ধে দেশটির জনগন ক্ষুব্ধ হয়ে উঠে।
ভয়াবহ হামলাটির পর নিখোঁজ ব্যক্তিদের খোঁজে, কারাদা জেলার ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে।
ইসলামিক স্টেট ঐ বোমা হামলার দায় স্বীকার করেছে। জঙ্গী সংগঠনটি জানিয়েছে, শিয়াদের লক্ষ্য করে তারা ঐ হামলা চালিয়েছিল।