অ্যাকসেসিবিলিটি লিংক

মসল শহরের ভেতরে ইরাকী সেনারা তাদের অগ্রযাত্রা মন্থর করেছে


 A man raises a white flag as he flees from a zone of conflict between the Iraqi military and Islamic State militants in Gogjali, on the eastern outskirts of Mosul, Iraq, Nov. 5, 2016.
A man raises a white flag as he flees from a zone of conflict between the Iraqi military and Islamic State militants in Gogjali, on the eastern outskirts of Mosul, Iraq, Nov. 5, 2016.

লড়াই বিক্ষুব্ধ মসল শহরের ভেতরে ইরাকী সেনারা, রবিবার, শহরের পুর্বাঞ্চলে তাদের অগ্রযাত্রা মন্থর করেছে। ইসলামিক স্টেট উগ্রবাদীরা শহরের পুর্বাঞ্চলের বিভিন্ন পাড়া দখল করেছে।

শনিবার এক ইরাকী জেনারেল বলেছেন তার বাহিনী শহরটি অবরোধ করার সময় ইসলামিক স্টেট চরমপন্থীদের শহরের দক্ষিণাঞ্চলের একটা প্রধান শহর থেকে বিতাড়িত করেছে। এবং কুর্দী বাহিনী এই খবর নিশ্চিত করেছে যে মসল বিমানবন্দরের কাছে বিভিন্ন ভবনে ইরাকী পতাকা উড়ছে।

মসল শহর কেন্দ্রের ১৫ কিলোমিটার দক্ষিণে Hamam al-Alil এর দিকে অগ্রসর হওয়ার পর ইরাকী বিশেষ বাহিনী মসলের পূর্ব সীমানার দিকে অগ্রসর হয়। ইরাকীরা মোসলের Gogjali এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে। গত দুবছর আইএস চরমপন্থীরা ওই এলাকা দখল করেছিল। ইরাকী বাহিনীকে ওই অবরোধ ভাঙ্গতে হয়েছে।

Associated Press সংস্থার এর সাংবাদিক, Gogjali থেকে পাঠানো খবরে বলেছেন শনিবার সেখানে প্রচন্ড লড়াই হয়। ইসলামিক স্টেট যোদ্ধারা, মঙ্গলবার ইরাকীদের কাছে যে এলাকা হারিয়েছে, সেটা পুনরায় দখলকরতে চেষ্টা করে শনিবার।

XS
SM
MD
LG