অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের বাকুবায় সহিংস হামলায় আটজন নিহত


Sloane Stephens of the U.S. serves to Agnieszka Radwanska of Poland during the women's tennis match at day four of the Rogers Cup tennis tournament in Toronto, Canada.
Sloane Stephens of the U.S. serves to Agnieszka Radwanska of Poland during the women's tennis match at day four of the Rogers Cup tennis tournament in Toronto, Canada.

ইরাকি পুলিশ বলছে আজ মঙ্গলবার বিদ্রোহীরা প্রাদেশিক সরকারের একটি দপ্তর প্রাঙ্গনে আক্রমণ চালিয়ে আটজনকে হত্যা করেছে এবং এই ঘটনায় অন্তত আরো ১৫ জনকে আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন আক্রমণকারীরা দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার ঐ প্রাঙ্গনের প্রবেশ পথে দুটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে । নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যে আক্রমণকারীদের মধ্যে অন্তত কয়েকজন ঐ স্থানে প্রবেশ করে গুলি ছোড়া শুরু করে।

পণবন্দী করার খবর পাওয়া গেছে , তবে কয়জনকে পণবন্দী করা হয়েছে সেটা পরিস্কার নয় এবং এটাও পরিস্কার নয় যে পরিস্থিতির নিস্পত্তি হয়েছে কী না। তাৎক্ষনিক ভাবে কেউ এর দায় স্বীকার করেনি ।

এই আক্রমণটি এমন এক সময়ে করা হলো যখন প্রাদেশিক পরিষদ তার সা্প্তাহিক বৈঠক করছিল। পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়।

এই আক্রমণের কারণে এ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে যে আর কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের সৈন্যরা যখন সরে আসার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন ইরাকী বাহিনী এই পরিস্থিতি মোকাবিলায় কতখানি সক্ষম হবে।

XS
SM
MD
LG