অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের দিয়ালায় বিস্ফোরণে নিহত ১১৫


ইরাকি কর্মকর্তারা বলছেন যে ইরাকের পুর্বাঞ্চলের দিয়ালা প্রদেশে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় , নারী ও শিশু সহ ১১৫ জনের মতো লোকে প্রাণহানি ঘটেছে। ইরাকের বিশাল অংশ দখল করে নেওয়ার পর , এটি ছিল ইসলামিক স্টেট জঙ্গিদের সব চেয়ে বেশি প্রাণঘাতী আক্রমণ।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশ বলে শুক্রবার প্রধানত শিয়া অধ্যূষিত খান বানি সাদ শহরের একটি বাজার এলাকায় ঐ বিস্ফোরণে অআরও অন্তত ১৭০ জন আহত হয়েছেন।

অনেকেই ঐ বাজার এলাকায় সমবেত হয়েছিলেন রমজানের শেষে।

খবরে বলা হচ্ছে ঐ বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে , বিধ্বস্ত ভবনের তলায় অনেকেই চাপা পড়েছেন এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। এখন ও কর্মীরা ধ্বংসস্তুপের ভেতরে চাপা পড়া লোকজনকে উদ্বারের চেষ্টা চালাচ্ছেন।

ইরাকি সংসদের স্পীকার সালিম আল জাবুরি আজ বলেছেন এই হামলা এক জঘন্য গোষ্ঠিগত সুর তুলে ধরেছে। তিনি আরও বলেন যে দিয়ালার নিরাপত্তা ব্যবস্থা যাতে অস্থিতিশীল হয়ে না পড়ে সে জন্য সরকার দাইশের সন্ত্রাস দমন করার চেষ্টা করছে। দাইশ হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠির আরবী নামের আদ্যাক্ষর।

ইরাকে জাতিসংঘ মিশনের বিশেষ প্রতিনিধি আজ বলেন এই ভয়াবহ হত্যাযজ্ঞ সব রকম সভ্য আচরণের সীমা রেখা লংঘন করেছে।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ইসলামিক স্টেট জঙ্গিরা এর দায় স্বীকার করে বলেছে এর লক্ষ্যবস্তু ছিল শিয়া মুসলমান।

XS
SM
MD
LG