অ্যাকসেসিবিলিটি লিংক

বাগদাদে বিস্ফোরণে ৩৭ন নিহত, কারফিউ প্রত্যহার


Iraqi bikers take part in a celebration after the lifting of the night-time curfew, at Tahrir Square in Baghdad, Feb. 5, 2015.
Iraqi bikers take part in a celebration after the lifting of the night-time curfew, at Tahrir Square in Baghdad, Feb. 5, 2015.

বাগদাদে দীর্ঘদিন ধরে আরোপিত কারফিউ তুলে নেওয়া হয়েছে। তার কয়েক ঘন্টা আগে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে অন্তত ৩৭জন নিহত হয় এবং আহত হয় বিপুল সংখ্যক মানুষ।

মধ্যরাতে কার্ফিউ শেষ হয়। রবিবার খুব ভোরে নাগরিকরা শহরে রাস্তায় বেরোতে পারেন। সহিংসতা ও অপহরণ হ্রাস করার লক্ষ্যে রাত্রী কালীন কারফিউ জারি করা হয়েছিল।

এক স্থানীয় বাসিন্দা আলী সাদ বলেন “আমরা এখন স্বাধীন। আমরা মধ্যরাতের পরে বাইরে যেতে পারি। আমরা রাতে গাড়ি চালাতে পারি এবং দিনের বেলার যান যটের পর নৈশ জীবন যাত্রা উপভোগ করতে পারি।”

শনিবারের আক্রমণে এক আত্নঘাতী বোমা হামলাকারী একটি রেস্তোরার কাছে ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ ঘটায়। হামলায় অন্তত ২২ জন আহত হয়।

XS
SM
MD
LG