অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৪ সালের ১৫ জুন, ইরাকে অপহৃত ভারতীয় ৩৯ জন কর্মী এখনও নিখোঁজ


Iraq
Iraq

ঠিক দু বছর আগে, ২০১৪ সালোর ১৫ জুন ইরাকে নিখোঁজ হয়ে যান ৩৯ জন ভারতীয়। এঁদের মধ্যে দু জন হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ৪৬ বছর বয়সী খোকন সর্দার আর ৪২ বছর বয়সী সমর টিকাদার। আইএস বা ইসলামিক স্টেট-এর লোকজনের হাতে অপহৃত হওয়ার ঠিক পরেই অপহৃতদের কয়েক জন বাড়িতে ফোন করে দুঃসংবাদটি জানাতে পেরেছিলেন। ব্যস, তারপর থেকে আর কোনও খবর পাওয়া যাচ্ছে না। বিদেশ মন্ত্রি সুষমা স্বরাজ ভরসা দিচ্ছেন, এঁরা বেঁচে রয়েছেন বলে জানা গিয়েছে। সম্ভবত আইএস এদের দিয়ে জবরদস্তি কাজ করিয়ে নিচ্ছে। অপর দিকে, ইরাকের কুর্দিস্তান-এর স্থানীয় সরকারি আধিকারিকদের ধারণা, ৩৯ জন ভারতীয়কেই হত্যা করা হয়েছে। দেশে এঁদের আত্মীয়স্বজনের দাবি, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে হস্তক্ষেপ করুন। আর, সুষমা ঠিক কিসের ভিত্তিতে এঁদের বেঁচে থাকবার কথা বলছেন? কোনও প্রমাণ রয়েছে কি? এঁরা ভাগ্য ফেরাতে আরবে পাড়ি দিয়েছিলেন। এ দিকে দেশে এঁদের পরিবারগুলির চূড়ান্ত আর্থিক দুর্গতি চলছে। তার চেয়েও বড় প্রশ্ন, মানুষগুলো কি জীবিত না মৃত?

সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG