অ্যাকসেসিবিলিটি লিংক

রামাদিতে সরকারি চত্বরে ইরাকী বাহিনী পতাকা উত্তোলন করে


An Iraqi soldier holds a national flag atop the government complex in central Ramadi, Iraq, Dec. 28, 2015.
An Iraqi soldier holds a national flag atop the government complex in central Ramadi, Iraq, Dec. 28, 2015.

ইরাকে সামরিক কর্মকর্তারা বলেছেন রামাদিতে প্রধান সরকারি ভবনের চত্বরে তারা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। সাত মাস আগে ইসলামিক স্টেট চরমপন্থীরা আনবার প্রদেশের রাজধানী দখল করেছিলো।

ইরাকী সামরিক নেতারা অবশ্য পশ্চিমাঞ্চলের ওই শহরে সাফল্যের ব্যাপারে তাদের মূল্যায়নে বিভাজিত।

Brigadier General Yahya Rasool সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেন যে রামাদি এখন মুক্ত । তবে আনবারে সামরিক তৎপরতার প্রধান, General Ismail al-Mahlawi, বলেন শহরের কিছু অংশ এখনও আইএস নিয়ন্ত্রণ করে।

ইরাকী বাহিনী যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশনের বিমান আক্রমণ সহায়তায় গত সপ্তাহে ওই শহরে প্রবেশ করে।

XS
SM
MD
LG