অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী সুপ্রিম কোর্ট কুর্দী গণভোট স্থগিত করেছে


Iraq's Prime Minister Haider al-Abadi speaks during an interview with The Associated Press in Baghdad, Iraq, Sept. 16, 2017.
Iraq's Prime Minister Haider al-Abadi speaks during an interview with The Associated Press in Baghdad, Iraq, Sept. 16, 2017.

ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি স্বাধীনতার জন্য গণভোট স্থগিত রাখার যে আবেদন করেছিলেন, ইরাকের সুপ্রিম কোর্ট, তা অনুমোদন করেছে। এ মাসে পরে ইরাকের কুর্দিস্তান অঞ্চল গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলো।

সোমবার আদালত বলেছে গণভোট স্থগিত থাকবে যতক্ষন তারা ওই ভোট সাংবিধানিক কিনা তা মূল্যায়ন করে দেখবে।

আবাদি বার বার গণভোটের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। শনিবার অ্যাসিশিয়েটেড প্রেস সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ওই ভোট বিপদজনক এবং তা ইরাকী সার্বভৌমত্ব লঙ্ঘনের সুযোগ করে দেবে।

XS
SM
MD
LG