অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাক রাশিয়ার সঙ্গে ৪২০ কোটি ডলারের অস্ত্র চুক্তি বাতিল করেছে


ইরাক রাশিয়ার সংগে পূর্ব স্বাক্ষরিত চার শ’ কুড়ি কোটি ডলারের অস্ত্র বিক্রয় চুক্তি বাতিল ক’রে দিয়েছে।

শনিবার ইরাকী প্রধান মন্ত্রী নুরি আল-মালিকির একজন মুখপাত্র সেই চুক্তি বাতিল ঘোষণা দেবার সময়ে বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষায় চুক্তিকে কেন্দ্র ক’রে “দুর্ণীতিমুলক তৎপরতা” চলছিলো বলে সন্দেহ পোষন করেন। মুখপাত্রটি বলেন, সে ব্যপারে তদন্ত কাজ শুরু হচ্ছে। তবে সেই তদন্ত কী প্রসঙ্গে এবং কাকে লক্ষ্য ক’রে পরিচালিত হবে, তা স্পষ্ট নয়।

বাগদাদ ও মস্কো গত অক্টোবর মাসে অস্ত্র থোক চুক্তিতে সই করে। সেই চুক্তি বাস্তবায়িত হ’লে যুক্তরাষ্ট্রের পর রাশিয়াই ইরাকের সব চেয়ে বড় অস্ত্র সরবরাহকারীতে পরিণত হয়ে যেত।

এক খবরে বলা হয়, তিরিশটি এম আই – ২৮ যুদ্ধ হেলিকপ্টার ঐ অস্ত্র থোকের মধ্যে অন্তর্ভুক্ত ছিলো। রাশিয়া চুক্তি বাতিল প্রসঙ্গে কোন মন্তব্য করেনি। সাদ্দাম হুসেনের আমলে রাশিয়াই ইরাকের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিলো।
XS
SM
MD
LG