অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে আত্মঘাতী হামলা এবং গাড়ি বোমা বিস্ফোরনে ৪১ জন নিহত


ইরাকের কর্তৃপক্ষ বলছে, রোববার গাড়ি বোমা বিস্ফোরন এবং আত্মঘাতী হামলায়, বাগদাদ এবং আনবার প্রদেশে ৪১ জন মারা গেছে আহত হয়েছে অনেকে।

সবচেয়ে মারাত্মক হামলাটি হয়েছে, দক্ষিণ পশ্চীম বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকার একটি জনাকীর্ণ ক্যাফেতে। সেখানে আত্মঘাতী হামলায় ৩৫ জন মারা গেছে, আহত হয়েছে ৪০ জন।

কর্তৃপক্ষ বলছে, রাজধানীর উত্তরে, একজন পুলিশ কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। ঐ বিস্ফোরনে, অন্তত ৬জন মারা গেছে এবং আহত হয়েছে ১০জন।
কেউ তাতক্ষণিকভাবে ঐ হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে, ধারণা করা হচ্ছে, গত কয়েক মাস ধরে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার পেছনে রয়েছে, দেশটির আল-কাইদার জঙ্গীবাদী শাখা। এবং তাদের লক্ষ্য দেশটির শিয়া সরকারকে অস্থিতিশীল করে তোলা।
XS
SM
MD
LG