অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের সর্বত্র মারাত্মক সব আক্রমণ হযেছে


ইরাকে কর্মকর্তারা বলেছেন দেশের সর্বত্র আক্রমণ অভিযানে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু মানুষ।

কর্তৃপক্ষ বলেছেন রবিবার সব চাইতে মারাত্মক হামলা হয়েছে হিল্লা শহরে। সেখানে বেশ কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন প্রাণ হারায়।

রবিবার রাজধানীতে, বাগদাদের প্রাদেশিক পরিষদের প্রধানের গাড়ির কনভয়ে এক হামলায় তিনি প্রাণে বেচেছেন। কর্তৃপক্ষ বলেছেন কনভয় কে লক্ষ্য করে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয় আহত হয় ৫ জন। পরিষদের প্রধানের কোন ক্ষতি হয়নি।

তাৎক্ষনিক হামলার দায় কেউ স্বীকার করেনি।
XS
SM
MD
LG