অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা বাগদাদে ২ শ’ ৭৫ সামরিক কর্মি পাঠানোর নির্দেশ দিয়েছেন


জাতিসংঘ মহাসচিব বান কি মুন সংলাপে বসতে এবং সরকারের ভেতরে সবার সঙ্গে মিলেজুলে কাজ করতে ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকির প্রতি আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে,ইসলামপন্থী সূন্নি মুসলিমদের সহিংসতা বেড়ে চলেছে- ইরাকের বেশ কয়েকটি শহর-নগর তারা কব্জা করে নিয়েছে।
মি:বান আজ কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে জেনিভায়।ওদিকে,আল কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত Islamic state of Iraq and the Levant বা পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল অধিবাসিদের গোষ্ঠী ভুক্ত জঙ্গিরা ইরাকের রাজধানী বাগদাদে চড়াও হওয়ার উপক্রম করছে এখন।
যুক্তরাষ্ট্র এদিকে,ইরাকে আবার কোনো যোদ্ধৃ সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছে- তবে প্রেসিডেন্ট বারাক ওবামা বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা সূরক্ষিত করার মানসে মদত দিতে সেখানে ২ শ’ ৭৫ সামরিক কর্মি পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট ওবামা ইরানের সঙ্গে একত্রে কাজ করার বিষয়টিও বিবেচনায় নিচ্ছেন। তবে প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে-ইরাকে কোনো রকমের সামরিক তত্পরতায় ইরানীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতায় যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই ।
XS
SM
MD
LG