অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে ইসলামিক স্টেটের বিদ্রোহীদের বিরুদ্ধে পালটা আক্রমণ


FILE - Fighters from the al-Qaida-linked Islamic State of Iraq and the Levant (ISIL), now called the Islamic State group, march in Raqqa, Syria, Jan. 14, 2014.
FILE - Fighters from the al-Qaida-linked Islamic State of Iraq and the Levant (ISIL), now called the Islamic State group, march in Raqqa, Syria, Jan. 14, 2014.

ইরাকের রামাদি শহরের পূর্বে ইসলামিক স্টেটের বিদ্রোহীদের বিরুদ্ধে শিয়া মুসলিম মিলিশিয়া এবং ইরাকী সরকারী বাহিনী পালটা আক্রমণ করেছে। এক সপ্তাহ আগে বিদ্রোহীদের কাছে শহরটির পতনের পর এটাই নিয়ন্ত্রণ ফেরত পাবার প্রথম প্রচেষ্টা। গত ১৭ই মে আনবার প্রদেশের রাজধানী রামাদির পতন ইরাকের কেন্দ্র সরকারের জন্য একটি বড় মাপের ধাক্কা ছিল। চরমপন্থী সুন্নি মুসলিম ইসলামিক স্টেট গোষ্ঠী এখন আনবার প্রদেশের প্রত্যন্ত পশ্চিমাংশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে।

XS
SM
MD
LG