অ্যাকসেসিবিলিটি লিংক

আত্মঘাতী বোমা বিস্ফোরণে আনবার প্রদেশে ইরাকপন্থী সেনারা নিহত



This handout picture provided by Oliver Watson of Ownz Productions shows flames from the wildfire on Worsleys Road in Christchurch, New Zealand, before sunrise.
This handout picture provided by Oliver Watson of Ownz Productions shows flames from the wildfire on Worsleys Road in Christchurch, New Zealand, before sunrise.

গত রাতে আনবার প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৭জন ইরাকী সেনা নিহত হয়। ওদিকে ইরাকে সরকারপন্থী বাহিনী ওই এলাকায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যে নতুন অভিযান শুরু করেছে তা অব্যাহত রেখেছে।

ইরাকী সামরিক কর্মকর্তারা বলেছেন মঙ্গলবার রাতে আইএস নিয়ন্ত্রিত ফালুজা শহরের বাইরে ওই আক্রমণ হয়। চরমপন্থীদের কাছ থেকে ওই প্রদেশের কিছু অংশের নিয়ন্ত্রন পুনরায় নেওয়ার জন্য আক্রমন অভিযান চালানোর কয়েক ঘন্টা পর ওই বোমা বিস্ফোরণ হয়।

সামরিক বাহিনী ও মিলিশিয়া প্রাদেশিক রাজধানী রামাদীর উপকন্ঠে মনোযোগ দিচ্ছে। ওই শহরে প্রবেশের আগে জঙ্গীদের সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রচেষ্টায় ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

XS
SM
MD
LG