অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেটের জঙ্গিরা আবারও ইরাকের সরকারী বাহিনীর ওপর আঘাত হেনেছে।


Mideast Iraq Islamic State
Mideast Iraq Islamic State

আজ শনিবার ইরাক এবং জর্দানের সীমান্তে স্বঘোষিত ইসলামিক স্টেট এর জঙ্গিরা আক্রমণ চালিয়ে তিনটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় । এর ফলে ইরাকী নিরাপত্তা বাহিনীর অন্তত চার জন সদস্য নিহত হয়। ঐ বিস্ফোরণে আরো কমপক্ষে দশ জন আহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট গো্ষ্ঠি।

যেখানে এই হামলা চালানো হয়েছে সেই ত্রেবিল সীমান্ত এলাকাটি হচ্ছে দুটি দেশের মধ্যে সরকারী ভাবে সীমান্ত পারাপারের একমাত্র অঞ্চল।

গতবছর এই জঙ্গিরা পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশসহ ইরাকের একটি বড় এলাকা দখল করে নেয়। এই প্রদেশেই ঐ ত্রেবিল সীমান্ত পারপার এলাকা রয়েছে।

সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠির জঙ্গিরা শুক্রবার আনবার প্রদেশে প্রচন্ড লড়াইয়ে ইরাকী সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশনের একজন শীর্ষ কমান্ডার এবং অন্য একজন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে।

ঐ সব সামরিক কর্মকর্তারা ছাড়াও আরও অন্তত ১০ জন সৈন্য নিহত এবং তার চেয়ে ও বেশি সংখ্যক লোক আহত হয়েছে।

XS
SM
MD
LG