অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকি বাহিনী তাল আফার মুক্ত করেছে


ইরাকি বাহিনী বলছে যে তারা উত্তর পশ্চিমাঞ্চলের ইরাকি শহর তাল আফারকে ইসলামিক স্টেটের কাছ থেকে পুনর্দখল করে নিয়েছে এবং তারা ওটোম্যান যুগের দূর্গের উপর ইরাকের পতাকা টানিয়েছে।

ইরাকের যৌথ অপারেশান্স কমান্ড বলছে যে সন্ত্রাস বিরোধী ইউনিটগুলো ঐ দূর্গ এবং বাসাটিন এলাকা মুক্ত করে এবং সেখানে ইরাকি পতাকা উত্তোলন করে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রী ইব্রাহিম আল জাফরি , বাগদাদে ফরাসি পররাষ্ট্র মন্ত্রী জঁ ইভ দ্রায়ান এবং ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লিকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন যে শহরটির ৭০ শতাংশই মুক্ত হয়েছে এবং ইরশা’আল্লাহ বাদ বাকি অংশ শিগগিরই মুক্ত হবে।

কর্মকর্তারা বলেছেন যে ২রা সেপ্টেম্বর ইরাকে ইদুল আজহার আগেই তার তাল আফারের উপর পুর্ন নিয়ন্ত্রণ স্থাপন করার আশা করছেন।

সিরিয়া এবং ইসলামিক স্টেটের সাবেক শক্ত ঘাঁটি মসল এর ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল আফার উদ্ধারের এই অভিযান শুরু হয় ২০ শে আগস্ট। যুক্তরাষ্ট্র্র এবং ইরাকের সামরিক কমান্ডাররা বলছেন যে সেখানে দু লক্ষ লোকের মধ্যে এখন দশ থেকে কুড়ি হাজার অসামরিক লোক রয়েছে।

XS
SM
MD
LG