সিরিয়ার সক্রিয়বাদীরা বলছে যে ইসলামি স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার কুর্দিদের সাহায্য করতে ইরাকি কুর্দি যোদ্ধাদের প্রথম দলটি সেখানে গিয়ে পৌছেঁছে।
ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights আজ বলেছে যে ইরাকের কুর্দিস্তান এলাকা থেকে তুরস্ক হয়ে প্রায় ১০টি পেশমার্গা বাহিনী কোবানীতে প্রবেশ করেছে।
প্রায় দেড় শ জন যোদ্ধা বুধবার গোটা দিন ধরে তুরস্ক হয়ে সিরীয় সীমান্তের দিকে যায়। তুর্কি সরকারের সঙ্গে এক চুক্তির আওতায় তারা তুরস্কের মধ্য দিয়ে সিরীয়ায় প্রবেশ করে।
তারা কোবানীর লড়াইয়ে যোগ দিচ্ছে যেখানে কুর্দিরা আই এস জঙ্গিদের থামানোর জন্যে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লড়াই করে আসছে।
বুধবার Free Syrian Army ‘র ৫০ জন বিদ্রোহীর একটি দল কুর্দিদের সাহায্য করতে কোবানীতে গিয়ে পৌছেছে।