ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যে ইরাকি কুর্দিরা, তারা এখন ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের কাছ থেকে নতুন এক হুমকির ব্যাপারে উদ্বিগ্ন। স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং বিদেশি সৈন্য যে সব ঘাঁটিতে রয়েছে সেগুলো লক্ষ্য করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেকগুলো রকেট এবং ড্রোন আক্রমণ চালানো হয়েছে। এই সব আক্রমণে একজন ঠিকাদার এবং একজন তুর্কি সৈন্য নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তায় কু্র্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে টেলিফোন করে,“ইরাক এবং ইরাকি কুর্দিস্তান অঞ্চলের স্থিতিশীলতা”সম্পর্কে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুণরায় ব্যক্ত করেন। ঐ বিবৃতিতে বলা হয়েছে, “পররাষ্ট্রমন্ত্রী ১৪ই এপ্রিল এরবিল আন্তর্জাতিক বিমান বন্দরের উপর হামলাসহ ইরাক, যুক্তরাষ্ট্র এবং জোট বাহিনীর উপর ক্রমাগত আক্রমণ নিয়ে কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রী এ বিষয়ে সহমত হয়েছেন যে এই সব আক্রমণ ইরাকী সার্বভৌমত্বের ঘৃণ্য লংঘন।