অ্যাকসেসিবিলিটি লিংক

​ইরাকী জনগণ ভোট দিচ্ছেন হিংসা হানাহানি উপেক্ষা করে



ইরাকে ব্যাপক হিংসা হানাহানির হুমকি থাকা সত্বেও জনগণ ভোট দিচ্ছেন। ২০১১ সালে ইরাক থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর সেখানে প্রথমবারের মত সাধারণ নির্বাচন অনুষ্টিত হচ্ছে।

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট কেন্দ্রগুলো খোলা হয়েছে। ভোটারা ৯ হাজার প্রার্থীর মধ্য থেকে সংসদের ৩২৮টি আসনের জন্য তাদের পছন্দ মত প্রার্থী নির্বাচন করবেন।

বাগদাদে ব্যাপক পুলিশ পাহাড়া এবং গাড়ী চালাচল নিষিদ্ধ করা সত্বেও দেশব্যাপী নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছে।

হিংসা হানাহানি উপেক্ষা করেই ইরাকীরা ভোট দানে বদ্ধ পরিকর। এদের অনেকেই আশা করছেন যে এরই ভেতর থেকে নতুন সরকার গঠিত হবে যা ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবর্তন বয়ে আনবে।

প্রধানমন্ত্রী নূরী আল মালেকী বুধবার ভোট দিয়েছেন। তিনি তৃতীয় বারের মত নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
XS
SM
MD
LG