ইরাকের সূন্নি অর্থমন্ত্রী শুক্রবার আনবার প্রদেশে সূন্নি বিক্ষোভকারীদের সামনে তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। রাফায়ি আল ইয়াসাউয়ি বলেন, শিয়া সংখ্যাগুরু সরকারের সংগে আর থাকছেন না।
শুক্রবার দিয়ানিয়াত প্রদেশে একটি একটি পশু কেনা-বেচার বাজারে দু-টি গাড়ি বোমা বিষ্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে এবং কয়েক ডজন আহত হয়েছে।
শিয়া অধ্যুষিত এলাকায় আক্রমনটি ঘটে এবং এর দায়িত্ব তাতক্ষনিক ভাবে
কেউ স্বীকার করেনি। তবে সূন্নি জঙ্গীরা শিয়াদের লক্ষ্যকরে পর পর কয়েকটি আক্রমণ চালিয়েছে। বৃহস্পতিবার বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকাগুলো পর পর বোমা বিষ্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে।