অ্যাকসেসিবিলিটি লিংক

সামুদ্রিক ঘুর্ণী ইরমা এখন চার মাত্রার শক্তি নিয়ে কিউবার ওপর আঘাত হানছে


সামুদ্রিক ঘুর্ণী ইরমা এখন চার মাত্রার শক্তি নিয়ে কিউবার ওপর আঘাত হানছে। এর আগে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ধংস সাধন করেছে ইরমা- প্রাণহানি হয়েছে অন্তত: ২২ সংখ্যায়। আগামিকাল রবিবার ভোর নাগাদ যুক্তরাষ্ট্রের দক্ষিন পূর্ব উপকূলে আঘাত হানতে পারে ব’লে আশংকা করা হচ্ছে এবং কোনো কোনো পূর্বাভাসে আশংকা করা হচ্ছে সে সময়ে ইরমার শক্তি চার থেকে আবার পাঁচ মাত্রায় বেড়ে উঠতে পারে। ইতিমধ্যে গোটা ফ্লোরিডা রাজ্যের এক চতুর্থাংশ জনগোষ্ঠীকে নিরাপদে অন্যত্র সরে যেতে বলা হয়েছে- কোনো কোনো এলাকা থেকে বাধ্যতামূলক স্থানান্তরনের নির্দেশ জারি করা হয়েছে। যাঁরা অন্যত্র হঠে যাননি- যেতে চাননি, এমনি একজন মায়ামী নিবাসী সফটওয়্যার এঞ্জিনিয়ার বাংলাদেশের বংশোদ্ভব এ্যামেরিকান নাগরিক গোলাম মহিউদ্দীন কাদেরী এই কিছুক্ষন আগে আমাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন টেলিফোনে।

XS
SM
MD
LG