আজ জার্মান পুলিশ বলেছে যে চুরি হওয়া এমন কিছু নথিপত্র এখন জার্মান কর্তৃপক্ষের হাতে রয়েছে যাতে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠির বাইশ হাজার বিদেশি সদস্যের ব্যাপারে ব্যক্তিগত তথ্য উপাত্ত পাওয়া গেছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রী টমাস দ্য মেজিয়ের বলেন এই নথিপত্রে প্রাপ্ত তথ্য জঙ্গি গোষ্ঠির সদস্যদের খুঁজে পেতে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহায়ক হবে। এর আগে ব্রিটেনের স্কাই নিউজ জানায় যে ঐ সব নথিপত্রে জিহাদিদের নাম, ঠিকানা, যোগাযোগ করার উপায়, তাদের মূল স্থান এবং তাদের দলে ভিড়ানোর ব্যাপারে বিস্তারিত তথ্য রয়েছে। একজন হতাশ সাবেক যোদ্ধার কাছ থেকে এই সম্প্রচার প্রতিষ্ঠান এটি লাভ করে।
স্কাই নিউজের কাছে নিজেকে আব্দুল হামিদ নামে পরিচয়দানকারী এই লোকটি জানায় যে সে ইসলামিক স্টেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক পুলিশের প্রধানের কাছ থেকে, এই সব নথিপত্র সম্বলিত মেমোরী স্টিকটি চুরি করে নেয়। সে বলে যে ঐ সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক রীতি নীতি মেনে না চলার কারণে সে ঐ সংগঠন ত্যাগ করে।
হামিদ স্কাই নিউজকে বলে সে আশা করছে এই সব তথ্য, ইসলামিক স্টেটের পতনে সাহায্য করবে। মনে করা হচ্ছে এই নথিপত্রে ৫১ টি দেশ থেকে জিহাদিদের দলে ভর্তি করানোর সময়কার তথ্য উপাত্ত রয়েছে। আই এস এ নেওয়ার আগে তাদেরকে ২৩টি প্রশ্নের উত্তর দিতে হয়। স্কাই নিউজ বলছে যে এতে যাদের নাম আছে তাদেরকে আগে কখনই উগ্রবাদী বলে চিহ্নিত করা হয়নি।