অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা ভূখন্ডে বিমান হামলা চালিয়েছে ইসরাইল


ইসরাইলী যুদ্ধ-বিমান আজ ভোরে গাজা ভূখন্ডের ওপর বিমান হামলা চালিয়েছে। আর ওদিকে ইসরাইলী সামরিক বাহিনী ফিলিস্তিনী ভূখন্ডের দিক থেকে লাগাতার রকেট ছোঁড়া হচ্ছে বলে জানিয়েছে।

এই যে সহিংসতা চলছে এখন এর শুরুই হয়েছিল সোমবার থেকে যখন কিনা গাজা থেকে ছোঁড়া এক রকটের আঘাতে তেল আবিবের উত্তরাংশের একটি বাড়িতে সাত ব্যক্তি জখম হন।

সোমবার সন্ধ্যায় ইসরাইলী বিমান হামলায় গাজার কয়েক ডজন লক্ষ্যস্থলে আঘাত হানে –আঘাত লাগে হামাস গোষ্ঠীর নেতার কার্যালয়েও। ঐ সময়টায় ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামীন নেতনিয়াহূ ওয়াশিংটনে ছিলেন এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠককালে তিনি বলেন, ইসরাইল এটা বরদাস্ত করবে না– সহ্য আমি নিজেও করবো না। পরবর্তীতে ইসরাইলী প্রধানমন্ত্রী নির্বাচন-পূর্ব এক পুরস্কার হাতে তড়িখড়ি দেশে ফিরে যান।

ঐ পুরস্কার ছিল গোলান মালভূমির ইসরাইলী স্বার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান। সোমবার ঐ স্বীকৃতির নির্দেশপত্রে সই করার সময় ট্রাম্প বলেন, এটা কয়েক দশক আগেই হওয়া উচিত ছিল।

XS
SM
MD
LG