অ্যাকসেসিবিলিটি লিংক

শুক্রবারে পাবনায় হিন্দু সেবাশ্রমের সেবককে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেইট


শুক্রবারে পাবনায় একটি হিন্দু সেবাশ্রমের সেবককে হত্যার দায় ইসলামিক স্টেইট বা আইএস স্বীকার করেছে বলে জঙ্গীবাদী তৎপরতার উপর নজরদারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে বলা হয়েছে। এই নিয়ে এই সপ্তাহে সংঘটিত চারটি হত্যাকান্ডের মধ্যে তিনটি হত্যাকান্ডের দায় আইএস স্বীকার করেছে। অন্যদিকে, সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটের পৃথক এক খবরে বলা হয়েছে, আল কায়েদার ভারতীয় অংশের বাংলাদেশ শাখা বলে পরিচিত আনসার আল ইসলাম চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর হত্যাকান্ডের ঘটনায় নিন্দা জানিয়ে বলেছে, ইসলামে এটি একটি গর্হিত কাজ। কথিত ওই বিবৃতিতে বলা হয়, জিহাদীদের উপর দোষ চাপানোর এটি একটি কৌশল। তবে এ সম্পর্কে পুলিশসহ বাংলাদেশ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর হত্যাকান্ডের কথিত মূল হোতাকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। অন্যান্য যে সব হত্যাকান্ড ঘটেছে এই এক সপ্তাহে- সে ব্যাপারে কোনোই অগ্রগতি নেই বলে বিভিন্ন সূত্র বলছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে পুলিশ সদর দফতরের হিসেবে দেশব্যাপী তিন হাজার ২শজনকে আটক করা হয়েছে; যার মধ্যে পুলিশী হিসেবে ৩৭ জন জঙ্গীকে আটক করা হয়েছে। এরই মধ্যে ২৭ জন জেএমবি’র সদস্য বলে পুলিশের দাবি।...ঢাকা থেকে আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG