ইউনেষ্কোর প্রধান ইরাকের উত্তরাঞ্চলে প্রাচীন অ্যাসিরীয় নগরী নিমরুদে ধ্বংসাত্মক অভিযানের নিন্দা জানিয়েছেন। ইসলামিক স্টেট জংগিরা নিমরুদে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি বলেছেন, সুপরিকল্পিত ভাবে তারা যে ঐতিহাসিক সাংস্কৃতিক নিদর্শণগুলো ধ্বংস করছে তা যুদ্ধ অপরাধেরই সামিল।
শুক্রবার, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠনের প্রধান ইরনিয়া বোকোভা বলেন, ইরাকের ঐতিহাসিক নিদর্শণ নতিভুক্ত করার জন্য এবং তা রক্ষার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণে ইউনেষ্কো দৃঢ় প্রতিজ্ঞা। তিনি আরো বলেছেন, সংস্কৃতিক পুরাকীর্তি বেআইনিভাবে পাচার করা হচ্ছে এবং এর মাধ্যমে সরাসরি সন্ত্রাসবাদে অর্থায়ণ ঘটছে। আর এর বিরুদ্ধে লড়াই করতে হবে।
জংগিরা বৃহস্পতিবার নিমরুদে বুলডোজার দিয়ে ঐতিহাসিক নিদর্শণগুলো গুঁড়িয়ে দিতে শুরু করে। জংগিদের ক্রমাগত হামলার এটাই ছিল সাম্প্রতিকতম ঘটনা।
মসুল থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে টাইগ্রিস নদীর অববাহিকায় প্রাচীন নিমরুদ শহরটি ৩হাজার বছরের আগে গড়ে উঠেছিল। সেখানকার প্রাচীন সব পবিত্র স্থান এবং মূর্তিও ভেঙে ফেলছে আইএস যোদ্ধারা গুঁড়িয়ে দেয়া হচ্ছে ঐতিহাসিক নিমরুদ নগরী।