অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডন আক্রমণের দায় স্বীকার করলো আই এস


ইসলামিক স্টেট লন্ডনে ব্রিটিশ সংসদের কাছে গতকালের আক্রমণের দায় স্বীকার করেছে । ঐ ঘটনায় তিনজন নিহত হয় এবং একজন পুলিশ আক্রমণকারীকে গুলি করলে সে ও মারা যায়।

আই এস বার্তা সংস্থায় এক বিবৃতিতে বলেছে যে আক্রমণকারি ইসলামিক স্টেটের একজন সৈনিক ছিল।

এই আক্রমণ সম্পর্কে সংসদে দেওয়া তাঁর মন্তব্যে প্রধানমন্ত্রী টেরিজা মে বলেন যে এই ঘটনার জন্য দায়ী লোকটির জন্ম ব্রিটেনে এবং “ সহিংস উগ্রবাদ নিয়ে উদ্বেগের কারণে , গোয়েন্দা সংস্থা এম আই ফাইভ তার বিষয়ে এক সময়ে তদন্ত করছিল। তবে তিনি বলেন বর্তমানে সে গোয়েন্দার নজরদারিতে ছিল না এবং তার এই ষড়যন্ত্র এবং উদ্দেশ্য সম্পর্কে কোন রকম তথ্য ছিল না

তিনি আবারো জোর দিয়ে বলেন যে তদন্তকারীরা অনুমান করছেন যে সে ইসলামিক মতবাদ দ্বারা অনুপ্রাণিত হয়।

এই হামলার সুত্র ধরে ব্রিটিশ পুলিশ আটজনকে আটক করেছে।

XS
SM
MD
LG