মসলে ইসলামিক ষ্টেটের সঙ্গে যুদ্ধরত ইরাকী বাহিনী বলেছে তারা সিরিয়ার রাক্কা থেকে ইসলামিক ষ্টেটের কাছে সরবরাহের পথ বন্ধ করতে সমর্থ হয়েছে।
শিয়া মুসলিম প্যারামিলিটারী দল হাশেদ আল শাবির তথ্য অনুযায়ী তারা কুর্দিশ বাহিণির সহায়তায় মসলের পশ্চিমে তাল আফার থেকে সিনজারের রাস্তা বন্ধ করে দিয়েছে।
১৭ই অক্টোবর থেকে মসল ইরাকী বাহিনীর নিয়ন্ত্রনে আসে।