অ্যাকসেসিবিলিটি লিংক

আই এস এর দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছে বলে সন্ত্রাসী গোষ্ঠিটির দাবি


সিরিয়া থেকে পাওয়া খবরে বলা কথিত ইসলামিক স্টেটের দ্বিতীয় শীর্ষ নেতা , যে কীনা ঐ উগ্রপন্থি গোষ্ঠির প্রধান অপপ্রচারক ছিল তাকে আলেপ্পোতে হত্যা করা হয়েছে। এই ব্যক্তি দলে লোক রিক্রুট করা এবং ইউরোপে আক্রমণ চালানোর ব্যাপারেও সম্পৃক্ত ছিল বলে বলা হচ্ছে।

আই এস মঙ্গলবার আবু মোহাম্মদ আল আদনানির মৃত্যর কথা ঘোষণা করে কেবল এটুকু জানায় যে আলেপ্পোর বিরুদ্ধে সামরিক অভিযান মোকাবিলার তৎপরতা জরিপ করার সময়ে সে নিহত হয়।

যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন মঙ্গলবার দিনে আরও আগের দিকে জোট বাহিনী সিরিয়ার আল বাবে এক বিমান অভিযান চালায় যার লক্ষ্য ছিল , “ আইসিল বা আই এস নেতা”। তবে তিনি এ কথা বলেননি যে বিমান আক্রমণের লক্ষ্য আদনানি ছিল কী না কিংবা সে নিহত হয়েছে কী না। তিন বলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখনও এই অভিযানের ফলাফল যাচাই করে দেখছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ গত বছরই আদনানীকে আটক করার লক্ষ্যে তথ্য প্রদানের জন্যে পঞ্চাশ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। মনে করা হয় আই এস নের্তৃত্বে আদনানির স্থান , তাদের নেতা আবু বকর আল বাগদাদির পরই।

XS
SM
MD
LG