অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আই এস আক্রমণে অন্তত ৬ জন নিরাপত্তা কর্মকর্তার প্রাণহানি


আফগান কর্মকর্তারা বলছেন যে খুব ভোর বেলায় আফগানিস্তানের পুর্বাঞ্চলে , ইসলামিক স্টেট জঙ্গিরা হামলা চালিয়ে জেলা পুলিশ প্রধানসহ অন্তত ছ জন নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি আই এস ‘এর আরবী আদ্যাক্ষর দাঈশ বলে উল্লেখ করে বলেন যে পাকিস্তানের সীমান্তবর্তী নানগারহার প্রদেশের হাস্কা মিনা জেলায় পুলিশ সদর দপ্তরে এই আক্রমণের ফলে কয়েক ঘন্টা ধরে তুমুল বন্দুক যুদ্ধ চলে যাতে আক্রমণ কারী ১৫ জন দাঈশ নিহত হয় এবং আরও সাতজন আহত হয়।

তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন সময় মতো আরও সৈন্য পৌঁছে যাওয়ায় আফগান বাহিনী ঐ আক্রমণ প্রতিহত করতে পেরেছিল তবে কমপক্ষে ৬ জন পুলিশ নিহত হয়।

স্থানীয় সংবাদ মাধ্যম এবং বাশিন্দারা বলছেন কমপক্ষে ১১ জন নিরাপত্তা কর্মী আহত হন যাদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটজনক । ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত হামলাকারিরা আচমকা আক্রমণ চালিয়ে পুলিশ সদর দপ্তরে প্রবেশ করে তবে পরে তাদের হটিয়ে দেওয়া হয়।

XS
SM
MD
LG