অ্যাকসেসিবিলিটি লিংক

 "ইসাইআস"শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে 


গ্রীষ্মমণ্ডলীয় ঝড়"ইসাইআস",শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে এবং পরবর্তী
৩৬ থেকে ৪৮ ঘন্টায় পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন I বর্তমানে এর অবস্থান পুয়ের্তো রিকো ও ডমিনিক রিপাবলিক অঞ্চলে I
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার ফ্লোরিডা ও পূর্বাঞ্চলীয় এলাকার জন্য হুঁশিয়ারি সংকেত জারি করেছে I হাইতির বহু এলাকা, ডোমিক্যান রিপাবলিক ও টার্কস এন্ড কাইকোস দীপাঞ্চলের পর্যটন এলাকা এসব হুঁশিয়ারির আওতায় রয়েছে I
আগামী ৩৬ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যুক্তরাষ্টের পূর্বাঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভূত হবে I

XS
SM
MD
LG