অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক ষ্টেট জংগীদলের লক্ষ্য এখন দক্ষিণপূর্ব এশিয়ায়


মধ্যপ্রাচ্যে ইসলামিক ষ্টেট জংগীদল তাদের আঞ্চলিক নিয়ন্ত্রণ হারানোর মুখে দক্ষিণপূর্ব এশিয়ার স্থানীয় জঙ্গি দলগুলোর সংগে তারা আরও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। পলিসি এনালাইসিস কনফ্লিক্ট বা আইপেকের গবেষকেরা নতুন একটি রিপোর্ট প্রকাশ করেছে, ঐ রিপোর্টে সতর্ক করা হয়েছে যে দক্ষিণপূর্ব এশিয়ায় ইসলামিক ষ্টেট জংগীদলের সমর্থকেরা নেটওয়ার্ক তৈরি করেছে এবং স্থানীয় আইন শৃঙ্খলা বিভাগ নতুন এইহুমকি সম্পর্কে তেমন একটা প্রস্তুত নন।

আই-পেকের পরিচালক সিডনি জোন্স বলেছেন গত দু’বছর ধরে আইসিস ঐ চরমপন্থি দলগুলোকে সহযোগিতা দিয়ে নতুন একটি ক্ষেত্র প্রস্তুত করেছে। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া থেকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও প্রদেশে ৪টী চরমপন্থি দলকে যোদ্ধা , প্রশিক্ষক অথবা অর্থ দিয়ে সাহায্য করছে। এর পরিবর্তে ঐ দলগুলো আশ্রয়স্থল, প্রশিক্ষণের জায়গা এবং লড়াইয়ের অভিজ্ঞতা বা অস্ত্রসন্ত্র দিচ্ছে।

XS
SM
MD
LG