অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক যুক্তরাষ্ট্রকে তাদের বিমানঘাঁটি ব্যবহার করতে দিতে রাজী হয়নি


তুরস্ক বলছে, সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট জঙ্গীদের ওপরে অভিযান চালানোর জন্যে যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে তারা রাজী হয়নি।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র যাতে ইঙ্কিরলিকের ঘাঁটি ব্যবহার করতে পারে সেজন্যে তাঁরা একটি সমঝোতায় পৌঁছেছেন। ঐ ঘাঁটি উত্তর-পশ্চিম সিরিয়া সীমান্ত থেকে ১শ কিলোমিটার দূরে অবস্থিত। যুক্তরাষ্ট্র চাইছে ঐ ঘাঁটি ব্যবহার করে বিমান হামলা পরিচালনা করতে। ওদিকে আঙ্কারা বলছে, এ বিষয় কোন সিদ্ধান্ত হয়নি, অবশ্য আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা আরো বলেছেন, ইসলামিক স্টেট জঙ্গী এবং সিরিয়ার প্রেসিডেণ্ট বাশার-আল-আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে রাজী হয়েছে তুরস্ক।

ওদিকে সিরিয়ার সীমান্ত শহর কোবানিতে কুর্দী বাহিনী এবং ইসলামিক স্টেট জঙ্গীদের মধ্যে সোমবার তুমুল লড়াই চলে।

XS
SM
MD
LG