অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্যপ্রাচ্য কৌশলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক নেতারা যখন সাক্ষ্য দেবেন তখন ইসলামিক স্টেট সম্ভবত প্রধান আলচ্য বিষয় হবে


FILE - Defense Secretary Ash Carter, right, accompanied by Joint Chiefs Chairman Gen. Martin Dempsey speaks during a news conference at the Pentagon, April 16, 2015.
FILE - Defense Secretary Ash Carter, right, accompanied by Joint Chiefs Chairman Gen. Martin Dempsey speaks during a news conference at the Pentagon, April 16, 2015.

আজ বুধবার আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর জয়েন্ট চীফস অফ স্টাফ, ওয়াশিংটনে আইন প্রণেতাদের সামনে যখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তখন, সমভ্বত স্বঘোষিত ইসলামিক স্টেট জঙ্গীদের মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কৌশলের উপর বিশেষ মনোযোগ দেওয়া হবে।

প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এবং জয়েন্ট চীফস এর চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিটিতে এক শুনানীতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর এক সপ্তাহ আগে মি ওবামা ইরাকী সেনাদের সাহায্য করার জন্য এবং পরামর্শদেওয়ার জন্য আরও আমেরিকান সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন।

৪৫০জন সেনা আনবার প্রদেশে যাবে। ইসলামিক স্টেটের কাছ থেকে প্রাদেশিক রাজধানী রামাদি এবং অন্যান্য এলাকার নিয়ন্ত্রন পুনরায় নেওয়ার জন্য ইরাকী প্রচেষ্টা জোরদার করার একটা অংশ হিসেবেই সেনারা সেখানে যাচ্ছে।

XS
SM
MD
LG