অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক বলছে, তারা ইরাকী-কুর্দী যোদ্ধাদের সিরিয়া সীমান্ত অতিক্রম করতে সাহায্য করছে


তুরস্ক বলছে, তারা ইরাকী-কুর্দী যোদ্ধাদের সিরিয়া সীমান্ত অতিক্রম করতে সাহায্য করছে, যাতে তারা সেখানকার কুর্দী যোদ্ধাদের সাহায্য করতে পারে। সীমান্ত শহর কোবানিতে কুর্দী বাহিনী ইসলামিক স্টেট জঙ্গীদের অগ্রসর হওয়া ঠেকানোর জন্যে লড়াই চালিয়ে যাচ্ছে।

সোমবার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিঃ কাভুসোগ্লু ঐ ঘোষণা দেন। ওদিকে যুক্তরাষ্ট্র বলছে, তারা কুর্দী যোদ্ধাদের জন্যে বিমান থেকে অস্ত্র, গোলাবারুদ এবং চিকিতসা সরঞ্জাম ফেলেছে। এই অস্ত্র, চিকিতসা সামগ্রীর যোগান দিয়েছে কুর্দী কর্তৃপক্ষ।

মিঃ কাভুসোগ্লু বলছিলেন, তাঁরা কোবানির সাপেক্ষে কোয়ালিশনকে পূর্ণ সহযোগিতা দিচ্ছেন। তাঁরা, ঐ অঞ্চলের সব ধরনের হুমকি নির্মূল করতে চান।

পেশমেরগা যোদ্ধাদের জন্যে তুরস্ক আরো কোন সহযোগিতার হাত বাড়াবে কিনা সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কোন বিস্তারিত তথ্য দেননি। তিনি আরো বলেছেন, ইসলামিক স্টেট জিহাদীদের মোকাবিলায় তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনকে সহযোগিতা করবে।

আগের দিন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান, বলেছিলেন লড়াইরত কুর্দী বাহিনী, কুর্দীস্তান ওয়ার্কার্স পার্টির সমতুল্য। ঐ পার্টি ৩০ বছর ধরে তুরস্কে স্বশাসনের জন্য স্বসস্ত্র অভিযান চালিয়েছে। তারা গত সপ্তাহে আঙ্কারায় বোমা ফাটিয়েছে। তুরস্ক এবং যুক্তরাষ্ট্র কুর্দীস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG