অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী কুর্দী পেশমার্গা যোদ্ধারা সিরিয়ায় যাচ্ছে, ইসলামিক স্টেট জঙ্গীদের বিরুদ্ধে লড়তে


A convoy of Kurdish peshmerga fighters drives through Irbil after leaving a base in northern Iraq, on their way to Kobani, Syria, Oct. 28, 2014.
A convoy of Kurdish peshmerga fighters drives through Irbil after leaving a base in northern Iraq, on their way to Kobani, Syria, Oct. 28, 2014.

ইরাকী কুর্দী পেশমার্গা যোদ্ধারা, তুর্কী সীমান্তের দক্ষিণে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, সিরিয়ার কোবানীতে যাচ্ছে। তারা সিরিয়ান কুর্দীদের সাহায্য করবে ইসলামিক স্টেট জঙ্গীদের বিরুদ্ধে লড়তে।

কুর্দী কর্মকর্তারা বলেন ৮০ জন যোদ্ধা মেশিন গান ও কামান সহ মঙ্গলবার বিমানযোগে তুরস্কে যাবে। সীমান্ত অতিক্রম করে তারা কোবানীতে লড়াইয়ে যোগ দেবে। বুধবার বাহাত্তর জন সেখানে পৌছুবে বলে আশা করা হচ্ছে।

তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলী বলেছেন পেশমার্গা বাহিনী যে কোন মুহুর্তে যুদ্ধ কবলিত কোবানীতে ঢুকবে।

কোবানী সংঘাতে তাদের নিজেদের সৈন্য পাঠাতে তুরস্ক ইতস্তত করে। তারা বলেছে এর কারণ কোবানীতে যে সিরিয়ান কুর্দীরা লড়ছে তারা অবৈধ কুর্দিস্তান ওয়ারকার্স পার্টির সঙ্গে সংশ্লিষ্ট। ওই দল ৩ দশক ধরে তুরস্কের বিরুদ্ধে লড়ছে সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকারের জন্য।

পেশমার্গা যোদ্ধাদের কোবানীতে যাওয়ার জন্য তুরস্কের ভেতর দিয়ে যেতে দিতে গত সপ্তাহে রাজী হয়েছে আংকারা।

XS
SM
MD
LG