অ্যাকসেসিবিলিটি লিংক

তেহরানে আক্রমণের জন্য ইরান সৌদী আরবকে দোষারোপ করছে


Rouhani , Iran president and Khamenei, Iran leader,
Rouhani , Iran president and Khamenei, Iran leader,

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বুধবার তেহরানে প্রতিকী দুটি লক্ষ্যস্থলে জোড়া সন্ত্রাসী আক্রমণের জন্য সৌদী আরবকে দায়ী করেছে।

বিবৃতিতে বলা হয় “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সৌদী সনাতন চিন্তাধারার নেতৃবৃন্দ যারা সন্ত্রাসীদের সমর্থন করে তাদের মধ্যে বৈঠকের এক সপ্তাহ পর এই সন্ত্রাসী আক্রমণ ঘটলো। ইসলামিক স্টেট যে দায় স্বীকার করেছে সেটাই প্রমাণ করে যে তারা নৃশংস আক্রমণে সংশ্লিষ্ট।”

ইসলামিক স্টেট বলেছে যে তারাই আক্রমণের জন্য দায়ী। হামলায় অন্তত ১২ জন নিহত হয় এবং আহত হয় ৪২জন। ইরানী সংসদ এবং প্রয়াত সাবেক নেতা আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনীর মাজার ওই আক্রমণের লক্ষ্যস্থল ছিল।

ইসলামিক স্টেট তাৎক্ষনিক ওই আক্রমণের দায় স্বীকার করে।

XS
SM
MD
LG