অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্স সিরিয়ায় নজরদারী বিমান চালনা শুরু করতে যাচ্ছে


French President Francois Hollande speaks during his press conference at the Elysee Palace in Paris, France, Sept. 7, 2015.
French President Francois Hollande speaks during his press conference at the Elysee Palace in Paris, France, Sept. 7, 2015.

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দ সোমবার বলেছেন যে সিরিয়ার আকাশে তারা নজরদারী বিমান চালনা শুরু করবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন, যারা সেখানে ইসলামিক স্টেট চরমপন্থীদের বিরুদ্ধে বিমান আক্রমণ চালায় তাদের সঙ্গে ফ্রান্সের যোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে। তার আগে ফ্রান্স নজরদারী বিমান চালনা শুরু করবে।

ইরাকে চরমপন্থীদের লক্ষ্য করে যে সব আক্রমণ অভিযান চালানো হয়, ফরাসী জঙ্গী বিমান তাতে অংশ নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ছাড়া, ফ্রান্সই হবে প্রথম পশ্চিমী দেশ যারা সিরিয়ায় চরমপন্থী লক্ষ্যস্থলে বোমা বর্ষণে অংশ নিচ্ছে।

মি ওলান্দ বলেন “ আমি প্রতিরক্ষা মন্ত্রনালয়কে বলেছি যে আগামীকাল থেকে সিরিয়ার আকাশে নজরদারী বিমান চালনা শুরু করার জন্য। আমরা তাহলে দাইশের বিরুদ্ধে বিমান হামলার পরিকল্পনা করতে পারবো।” মি ওলান্দ ইসলামিক স্টেট গ্রুপের জন্য দাইশ নামটি ব্যবহার করছিলেন।

তিনি এটাও সুস্পষ্ট করে দেন যে তিনি সিরিয়ায় স্থল সেনা বাহিনী পাঠানোর কথা বিবেচনা করছেন না।

XS
SM
MD
LG