অ্যাকসেসিবিলিটি লিংক

দুই ব্যক্তির মুক্তিপণ দাবী করছে ইসলামিক ষ্টেট জঙ্গিরা



চীনের পররাষ্ট্রমন্ত্রী মংলবার জানিয়েছেন যে চীন সরকার ইসলামিক ষ্টেট জঙ্গিরা চীনের এক নাগরিককে অপহরণ করেছে যে বিষয়টি তারা খতিয়ে দেখছ।


জঙ্গি দলের অনলাইন ম্যাগাজিনে দুই ব্যক্তির ছবি প্রকাশ করেছে এবং তাদের মুক্তির জন্য মুক্তিপণ দাবী করে তবে অর্থের পরিমাণ সুনির্দিষ্ট করে বলেনি।

৫০ বছর বয়সী ফ্যান জিংগুইকে চীনের এবং ৪৮ বছর বয়সী জন গ্রিমসগার্ড অফষ্টেডকে নরওয়ের বলে সনাক্ত করা হয়েছে। কখন ঐ পণ বন্দীদের ধরে নিয়ে যাওয়া হয়ে ছিল অথবা কোথায় তাদের রাখা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

নরওয়ের প্রধানমন্ত্রী আরনা সলবার্গ বুধবার জানিয়েছেন যে কতৃপক্ষ মনে করেন যে ৪০ ঊর্ধ্ব ঐ নরওয়জিয়ান নাগরিককে সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকে সিরিয়া থেকে অপহরণ করা হয়। এবং তাদের বিশ্বাস যে ইসলামিক ষ্টেটই তাদে আকট করে রেখেছে।

XS
SM
MD
LG