অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেইট জঙ্গিরা,ইরাকের আনবার প্রদেশের আরো ভূখন্ড কব্জা করে নিয়েছে


ইসলামিক স্টেইট জঙ্গিরা,ইরাকের আনবার প্রদেশের আরো ভূখন্ড কব্জা করে নিয়েছে।ওদিকে সিরিয়ায় তারা তুরস্ক সীমান্তবর্ত কোবানী শহর দখলের চেষ্টায় জোর লড়াই চালিয়ে যাচ্ছে।ইরাকী বাহিনী বলছে-জঙ্গিরা এখন বাগদাদের মাত্র ৩৫ কিলোমিটার দূরের শহর আমরিয়াত আল ফালুজা দখলের কাছাকাছি অবস্থানে পৌঁছিয়ে গিয়েছে। ওদিকে,যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী তুরস্ক সীমান্তবর্তি কোবানীর জঙ্গি অবস্থানগুলোয় বিমান হামলা চালিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনী এ্যাবট বলেছেন-ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়তে ইরাকী আরক্ষা বাহিনীর সৈন্যদেরকে পরামর্শ যোগাতে,তাদের মদত দিতে, অস্ট্রেলিয়া থেকে যে সৈন্যদেরকে পাঠানো হয়েছে,ইরাক সরকার এখনো অব্দি তাদের জন্যে প্রয়োজনীয় আইনী কোনো রক্ষা ব্যবস্থার বন্দোবস্ত করেনি।মি:এ্যাবট বলেন-বিশেষ বাহিনীর শ’ দুই সৈন্য এখনো অব্দি ইরাকে ঢুকতে পারেনি- তবে, এ ব্যাপারে চুক্তি একটা অচীরেই হয়ে যাবে,তিনি তাই আশা করছেন। তিনি অস্ট্রেলিয় সৈন্যদের সম্মুখ যুদ্ধের লড়াকূ সৈনিকের কোনো ভুমিকার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।গত সপ্তাহে,অস্ট্রেলিয়ার ৬টি জেট বিমান ইরাকে ইসলামিক স্টেইট জঙ্গিদের ওপর বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে যোগ দেয়।

ইতিমধ্যে-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী- ইরাকের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নারীদের ওপর জঙ্গিরা যে অপহরণ তত্পরতা চালাচ্ছে-তাঁদেরকে দাসি বানিয়ে রাখছে- বলাত্কার চালাচ্ছে তাদের ওপর – সেদিকপানে সবার দৃষ্টি আকর্ষন করেন।মঙ্গলবার এক বিবৃতিতে কেরী বলেন- ঐ ইয়াযিদী সম্প্রদায়ের যেসব নারীর ওপর এসব অনাচার চালানো হচ্ছে- তাঁদের ভেতর বারো বছর বয়সি কিশোরী বালিকারাও শামিল রয়েছে।

XS
SM
MD
LG