ব্রাসেলসের বিমান বন্দর ও পাতাল রেলষ্টেশনে বিস্ফোরনের পর ইউরোপ জুড়েতো বটেই সারা বিশ্বে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র, বৃটেন ফ্রান্স, জার্মান রাশিয়াসহ বিভিন্ন দেশ প্রতিক্রয়া জানিয়েছে। তো বেলজিয়ামেতো কয়েক হাজার বাংলাদেশী বসবাস করছেন, ঐ ঘটনার পর কেমন আছেন বাংলাদেশীরা সে প্রশ্নে, ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন; বললেন বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান। ভয়েস অব আমেরিকার সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তিনি আতংকিত না হয়ে সরকারের দেয়া নির্দেশ মেনে চলার আহবান জানান। ওয়াশিংটন ষ্টুডিও থেকে রাষ্ট্রদূত ইসমত জাহানের সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।